হুগলি, ১৭ মার্চ:- দেশাপাড়া প্রাইমারি স্কুলের শিক্ষকদের ঘরে আটকে, গেটে তালা দিয়ে পড়ুয়াদের রাস্তায় নামিয়ে অবরোধে সামিল অভিভাবিকারা। অভিযোগ দীর্ঘ দিন ধরে দেশাপড়া প্রাইমারি স্কুলের বেহাল দশা। ইস্কুলের পড়াশোনার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে। স্কুল পড়োয়া এবং অভিভাবিকাদের রাস্তা অবরোধ। তাদের দাবি প্রসাশনকে বার বার জানিয়ও কোন ফল না মেলায় প্রন হাতে করে স্কুলে ক্লাস করতে বাধ্য হচ্ছে।
তাই বৈদ্যবাটী তারকেশ্বর রোডে সিঙ্গুর দেশাপড়া এলাকায় পড়ুয়া থেকে অভিভাবক সহ এলাকার মানুষ অবরোধে সামিল। সপ্তাহের ব্যাস্তত্বম দিনে অবরোধের জেরে গাড়ি দাঁড়িয়ে পরে রাস্তা জুরে। তাদের দাবি স্কুল সংস্কারের লিখিত প্রতিশ্রুতি না দিলে অবরোধ চালিয়ে যাবে তারা। প্রায় ৪ ঘন্টার পর উঠে অরবোধ। সিঙ্গুরের জয়েন্ট বিডিও ইন্দ্রজিত মন্ডলের লিখিত দেওয়ার জন্য। তিন মাসের মধ্যে স্কুলের সংষ্কারের কাজ শেষ হবে।