আরামবাগ, ৫ মার্চ:- আবারো আরামবাগে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক তরুণ তাজা যুবকের। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ পল্লীশ্রী মোড় সংলগ্ন এলাকায়। মৃত যুবকের নাম সৌরভ গাঙ্গুলী। যুবকের বাড়ি আরামবাগ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কালীপুরে। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত সৌরভ গাঙ্গুলী শনিবার সকালে কালিপুর থেকে আরামবাগের দিকে আসছিল। তার বাড়িতে শীতলা পূজা ছিল।
সেই পুজোর জিনিসপত্র কিনতে আসছিল। এরপরই পল্লীশ্রীর কাছে একটি ট্রাক্টর আচমকাই তাকে ধাক্কা মারতেই বাইক থেকে পড়ে গিয়ে ট্রাক্টরটির চাকা মাথার উপর দিয়ে চলে যায় যুবকের। এই ঘটনায় স্থানীয় মানুষেরা গুরুতর জখম সৌরভ গাঙ্গুলী কে উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। এই ঘটনায় ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে আরামবাগ থানার পুলিশ। পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ছাড়াও একটি কন্যা সন্তানও আছে।