এই মুহূর্তে জেলা

শ্রীরামপুরের পুনঃনির্বাচনে জয়ী তৃণমূল, পরাজিত বিক্ষুদ্ধ তৃণমূল !


হুগলি, ৪ মার্চ:- ভোট যন্ত্র বিকল হওয়ায় শ্রীরামপুরের ২নম্বর ওয়ার্ডের ৩নম্বর বুথে পুনঃনির্বাচন হলো শুক্রবার। এদিন সকাল থেকেই ভোট গ্রহন শুরু হয়। ভোটগ্রহন শেষে এদিন ফলাফলও ঘোষিত হয়। যেখানে তৃণমূলের বিক্ষুব্ধ নির্দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা সরস্বতী লাহা তৃণমূলের সুপ্রিতী মুখার্জীর কাছে ১৪৭ ভোটে পরাজিত হয়। যদিও এদিনের পুনঃনির্বাচনের বুথে কিন্তু নির্দল প্রার্থীই জয়লাভ করে। তবে অন্যান্য বুথগুলি থেকে সুপ্রীতি মুখার্জী আগেই ২৭৩ ভোটে এগিয়ে ছিলো।

২নম্বর ওয়ার্ডের ৩নম্বর বুথে নির্দল প্রার্থী জয়ী হলেও তাই সার্বিক বিচারে তৃণমূলের সুপ্রীতি ১৪৭ ভোটের লিড নিয়ে শেষ হাসি হাসেন। জয়ী হয়ে তৃণমূল প্রার্থী বলেন এটা তৃণমূলের জয়। অন্যদিকে এখানে উপস্থিত হয়ে চাঁপদানির তৃণমূল বিধায়ক অরিন্দম গুঁইন বলেন এটা প্রেস্টিজ ফাইট ছিলো। সেই লড়াইতে আমরাই জিতলাম। এদিন ভোটে সকাল থেকেই টানটান উত্তেজনা থাকলেও পুলিশের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। কড়া বেষ্টনীর মধ্যে একটি মাছিও গলতে পারিনি। হারের পর নির্দল প্রার্থী প্রশাসনের ভূমিকাকে প্রশংসা করেছেন। যদিও নির্দলের সরস্বতী লাহা বলেন পুনঃনির্বাচনের বুথে আমিই জিতেছি। তাই এটা আমারই জয়। আগেও যেমন মানুষের পাশে ছিলাম এখন আরো বেশি করে থাকবো।