এই মুহূর্তে কলকাতা

বেআইনিভাবে ডোবা বোজানোকে কেন্দ্র করে উত্তেজনা গোঘাটে।

কলকাতা, ২০ জানুয়ারি:- হুগলির গোঘাট থানার কুমুড়সা পঞ্চায়েতে বালিবেলা গ্রামে বেআইনিভাবে ডোবা বোঝানো কে কেন্দ্র করে ব্যাপক ভাবে উত্তেজনার সৃষ্টি হয়।জানা গেছে, কয়েকদিন আগে থেকেই কুমুড়শা অঞ্চলের প্রাক্তন তৃনমুল সভাপতি অভয় কুন্ডু একটি ডোবাকে বোঝাচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। এদিন এই ডোবা বোঝানো বন্ধ করার জন্য স্থানীয়রা লিখিতভাবে অভিযোগ জানায় প্রশাসনের দপ্তরে। অভিযোগ পেয়ে তরি ঘড়ি ভুমি সংস্কার দপ্তরের আধিকারিক নিজে সরোজমিনে ঘটনাস্থল পরিদর্শনে যান। পাশাপাশি গোঘাট থানার পুলিশও উপস্থিত হন। উপস্থিত আধিকারিকরা সঠিক জায়গা পরিমাপ করে ওই বোঝানো ডোবা কে পুনরায় খনন করার নির্দেশ দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি নারায়ণচন্দ্র পাঁজা ও তৃনমুল নেতৃত্ব। প্রশাসনের আধিকারিকরা দাঁড়িয়ে থেকে জেসিবি দিয়ে পুনরায় ডোবাটি খনন করা শুরু করেন। যদিও এ ব্যাপারে অভিযুক্ত অভয় কুন্ডু বলেন তিনি আগে তৃণমূল কংগ্রেস করতেন এখন করেন না। তাই তার প্রতি রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য এমন করছেন, এবং তিনি এও বলেন এরকম ঘটনা এই গ্রামে আগে অনেক ঘটেছে। শুধুমাত্র তার ক্ষেত্রে এরকম করা হলো। ভুল করেছি সংশোধন করে নেবো। অপরদিকে গোঘাট এক নম্বর ব্লকের ভুমি ও ভুমি সংস্কার দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ রায় চৌধুরী বলেন, বেআইনি ভাবে একটা ডোবা বোঝানো হচ্ছিলো।কুমুশা পঞ্চায়েত থেকে অভিযোগ পাওয়ার পর আমরা এখানে খতিয়ে দেখে বন্ধ করে দিই।এরপর আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে।সবমিলিয়ে ব্যাপক ডোবা বোঝানোকে কেন্দ্র করে চাপা উত্তেজনা এলাকায়।