এই মুহূর্তে কলকাতা

মূক ও বধির শিশু প্রতি চিকিৎসায় কুড়ি লক্ষ টাকা দেবে রাজ্য সরকার।

কলকাতা, ৪ মার্চ:- এবার থেকে মূক ও বধির শিশু প্রতি চিকিৎসায় ২০ লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার। উপযুক্ত চিকিৎসার মাধ্যমে তাদের শ্রবণ ও বাকশক্তি ফিরিয়ে আনার ব্যবস্থা করার পাশাপাশি যেসব শিশু কথা বলতে পারেনা তাঁরা বিনামূল্যে ককলিয়া যন্ত্র দেয়া হবে বলে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন। তিনি জানান এই খাতে কেন্দ্রীয় সরকারি বরাদ্দ ও ককলিয়া যন্ত্রের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হওয়ায় রাজ্য সরকার সম্পূর্ণভাবে এই দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছে।

তিনি জানান এতদিন ১০০ জন শিশুর পরিবার আবেদন করলে মাত্র ৫ জন এই সুবিধা পেতেন। এখন আবেদন করলেই এই সুবিধা মিলবে। চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ২৭টি সুপার স্পেশালিটি হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে। এরমধ্যে যেকোনও একটি সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালেই হবে শিশুর চিকিৎসা। স্বাস্থ্যভবনের সেন্ট্রাল মেডিকেল স্টোরস এই ককলিয়া যন্ত্র দেবে। শিশুর পরিবার চিকিৎসার জন্য পেয়ে যাবে ১৫ থেকে ২০ লক্ষ টাকা। এই টাকার মধ্যে থাকবে ককলিয়া যন্ত্রের ৬ লক্ষ টাকাও।