কলকাতা, ২৮ ফেব্রুয়ারি:- বিধানসভার আসন্ন বাজেট অধিবেশন ডাকার সময় নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটাতে সোমবার বিশেষ বৈঠকে বসল রাজ্য মন্ত্রিসভা। এদিনের বৈঠকে বিধানসভা বসার সময় সংশোধন করে তা রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে এদিন নবান্নে বিশেষ মন্ত্রিসভার বৈঠকে সাত ই মার্চ দুপুর দুটোর সময় অধিবেশন শুরু সংক্রান্ত একটি সংশোধনী প্রস্তাব গৃহীত হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। সূত্রের খবর বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যপালের সমালোচনা করেন।
যেভাবে রাজ্যপাল একটি ‘সাধারণ ভুল’কে বড় করে তুলেছেন তাতে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেন বলে খবর। প্রসঙ্গত এর আগে একটি ছাপার ভুলকে কেন্দ্র করে সাত তারিখ রাত দুটোর সময় রাজ্য বিধানসভার অধিবেশন ডেকে দেন রাজ্যপাল জগদীপ ধানখড়। ওই ভুল সম্পর্কে অবহিত করতে রাজ্যপালকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দেন, টাইপের ভুলেই দুপুর ২টোর বদলে রাত ২টো হয়ে গিয়েছিল প্রস্তাবে।কিন্তু রাজ্যপাল তা মানতে না চেয়ে নিজের অবস্থানে অনড় থাকেন। এমত অবস্থায় এদিন মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডেকে ওই ভুল শুধরে নেওয়ার পথে হাঁটল রাজ্য।