এই মুহূর্তে জেলা

ভোটের আগে ভোট কর্মীদের তৎপরতা , বুথে বুথে পৌঁছে যাচ্ছে ই ভি এম।

হুগলি, ২৬ ফেব্রুয়ারি:- আগামীকাল হুগলি জেলার চারটি মহুকুমার বারোটি পৌরসভার নির্বাচন হতে চলেছে। এরমধ্যে শ্রীরামপুর মহুকুমার ৬ টি পৌরসভাগুলির মধ্যে উত্তরপাড়া, কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর, বৈদ্যবাটি, ও ডানকুনি পৌরসভার নির্বাচন হতে চলেছে। এই উপলক্ষে সকাল থেকেই শ্রীরামপুর কলেজের ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে বিভিন্ন ওয়ার্ডে ভোট কর্মীরা তাদের নির্বাচনী সরঞ্জাম নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রের দিকে রওনা দিয়েছেন। এই ছয়টি পৌরসভায় মোট ১৪৪ টি ওয়ার্ড ভোট হচ্ছে। পোলিং স্টেশন ৭৬৯ টি। ৩১০ টি পোলিং প্রেমিসেস রয়েছে। মোট সেক্টর ৫৭ টি। প্রতি বুথেই থাকছে সিসিটিভি ক্যামেরা।

এ ব্যাপারে শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী জানান এই নির্বাচনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেয়া হয়েছে। ভোট কর্মীরা তাদের নিজ নিজ ভোটকেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন। সুষ্ঠুভাবে আগামীকাল ভোট করানোর চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। প্রতি বুথেই থাকছে সশস্ত্র পুলিশ। এদিকে বিভিন্ন জায়গা থেকে আসা ভোট কর্মীরা জানিয়েছেন সকাল থেকেই তারা সুষ্ঠুভাবেই কাজ হচ্ছে। ভোটের সরঞ্জাম নিয়ে তারা বুথে বুথে পৌঁছে যাচ্ছেন। নির্বিঘ্নে যাতে ভোট সম্পন্ন করা যায় সেটাই এখন মূল লক্ষ তাদের।