এই মুহূর্তে জেলা

ইউক্রেনে আটকে আরামবাগের বাসিন্দা দেবার্ঘ্য র বাড়িতে দেখা করতে ডেপুটি ম্যাজিস্ট্রেট।

আরামবাগ, ২৫ ফেব্রুয়ারি:- আবার একটা যুদ্ধ। আফগানিস্তানে তালিবানি আগ্রাসনের পর রাশিয়ার আগ্রসন। ইউক্রেন আক্রমণ রাশিয়ার।বিশ্বের অন্যান্য দেশের নাগরিকদের পাশাপাশি ভারতীয় নাগরিকরাও আটকে পড়েছে ইউক্রেনে। ভারতীয় নাগরিক তথা হুগলি জেলার আরামবাগের পারুল এলাকার বাসিন্দা আশিষ পোড়ের একমাত্র ছেলে দেবার্ঘ্য পোড়েও আটকে পড়েন ইউক্রেনে। যুদ্ধের খবর পেয়ে উদ্বিগ্ন গোটা পরিবার। দেবার্ঘ্য কি ভাবে বাড়ি ফিরবে সেই চিন্তায় অস্থির তারা। তবে ইউক্রেনে আটকে পড়া দেবার্ঘ্যের সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ রাখছেন তার বাবা ও মা থেকে শুরু করে ঠাকুমাও। তবে যুদ্ধের ভয়ংকর পরিস্থিতির কথা শুনেই চিন্তিত তারা।

ইউক্রেনে দেবার্ঘ্যের আটকে থাকার খবর পেয়েই আরামবাগ মহকুমা শাসকের নির্দেশে ডেপুটি ম্যাজিস্টেট অমর্ত্য দেবনাথ পারুলে আশিষ পোড়ের বাড়িতে যান। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন এবং পাশাপাশি থাকার বার্তা দেন। পাশাপাশি প্রশাসনিকভাবে দেবার্ঘ্যকে কিভাবে ফিরিয়ে আনা যায় সেই আশ্বাস দেন তারা। এখন দেখার দেবার্ঘ্য কিভাবে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরে আসে। সে যাতে সুষ্ঠুভাবে বাড়ি ফেরে সেই প্রার্থনা হুগলি জেলাবাসী।