এই মুহূর্তে জেলা

আরামবাগের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

হুগলি, ২৩ ফেব্রুয়ারি:- হুগলি জেলায় পৌরভোটের উত্তাপ ক্রমশ বাড়ছে। এদিন আরামবাগে পৌরভোটের প্রচারে এলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দী গ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি সভামঞ্চ থেকে নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন। পিসি ও ভাইপো সম্বোধন করে শুভেন্দু অধিকারী সভামঞ্চ থেকে বলেন, সরকার একজন চালাচ্ছেন। উর্বর মস্তিষ্ক, মহম্মদ বিন তুঘলকের থেকেও খারাপ। কখনও দুয়ারে সরকার, পাড়ায় স্কুল। কোন পাড়ায় স্কুল হয়েছে বলে প্রশ্ন তোলেন।

There is no slider selected or the slider was deleted.

চাকুরী নেই, এসএসসির শেষ পরীক্ষা হয়েছে ২০১৪ সালে। শিল্পের তো বারোটা বাজিয়ে দিয়েছে। পাশাপাশি আরামবাগের তৃনমুল নেতা ও কাউন্সিলারদের কটাক্ষ করে বলেন,কাটমানি কাউন্সিলাররা পরিসেবা দেওয়ার নামে বড়োলোক হয়েছে। উন্নয়ন হয়েছে তৃনমুল নেতাদের। সাইকেল ছেড়ে স্করপিও গাড়ি করেছে। শুভেন্দুবাবু আরামবাগের প্রাক্তন পৌর প্রশাসক স্বপন নন্দীর বর্তমান অবস্থা নিয়ে কটাক্ষ করে বলেন,স্বপন নন্দীর অবস্থা কি ছিলো। তাকে তো আমি চিনি। ২০১১ সালে শূন্য ছিলো।এখন তার চাল চলন ঘরবাড়ি দেখুন।

There is no slider selected or the slider was deleted.