হাওড়া, ২১ ফেব্রুয়ারি:- মধ্য ও দক্ষিণ হাওড়ায় পানীয় জল সরবরাহের লক্ষ্যে হাওড়া পৌরনিগম কর্তৃক নবনির্মিত ওলাবিবিতলা ভূগর্ভস্থ জলাধারের পাইপ লাইন প্রতিস্থাপন পর্বের উদ্বোধন হলো আজ। সোমবার সকালে ওই অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। হাওড়ার ওলাবিবিতলা এইচআইটি ময়দানে আয়োজিত ওই অনুষ্ঠানে হাওড়া পুরনিগমের মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী, উপ মুখ্য প্রশাসক সৈকত চৌধুরী, দেবাংশু দাস, কমিশনার ধবল জৈন সহ অন্যান্য পুর আধিকারিকরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী অরূপ রায় জানান, আগামী মে মাসের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়ে গেলে মধ্য হাওড়া এবং দক্ষিণ হাওড়ার বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন। হবেন। আমাদের আশা আগামী গ্রীষ্মে হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলের মানুষের পানীয় জলের সমস্যা মেটানো যাবে। বাড়িতে বাড়িতে জলের সরবরাহ আরও ভালো হবে।