হাওড়া, ২০ ফেব্রুয়ারি:- হাওড়ার মালিপাঁচঘড়া থানার কাছে জঞ্জালের স্তুপে শনিবার সন্ধ্যে নাগাদ হঠাৎই আগুন ধরে যায়। দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে পৌঁছায় মালিপাঁচঘড়া থানার পুলিশ। পুলিশ খবর দিলে দমকলের ২টি ইঞ্জিন এসে পৌঁছায়।
প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, জ্বলন্ত কিছু থেকেই সেখানে আগুন ধরে গিয়েছিল।