খানাকুল, ১৮ ফেব্রুয়ারি:- বিয়ের পন না দেওয়ায় এক গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে টাঙিয়ে খুন করার অভিযোগ উঠলো শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মৃত গৃহবধূ বাপের লোকজন। জানা গেছে, মুলত পণের দাবীতেই গৃহবধূকে নাকি গলায় ফাঁস দিয়ে খুন করা হয় বলে অভিযোগ। মৃত গৃহবধূর নাম খুশি ঘোষ।বাপের বাড়ি খানাকুলের শ্রীরামপুর। শ্বশুরবাড়ি খানাকুলের রাজহাটির সেনহাট এলাকায়। ঘটনাটি ঘটেছে খানাকুলের রাজহাটীর সেনহাট এলাকায়। এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে খানাকুল থানার পুলিশ তিনজনকে আটক করে।ধৃতরা হলেন গৃহবধূর স্বামী তারক ঘোষ, শ্বশুর সহদেব ঘোষ ও তার ছোট ছেলে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। গৃহবধূ মৃত্যু কিভাবে হয়েছে, খুন করা হয়েছে নাকি অন্য কোনও কারনে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, রাজহাটির সেনহাটের সহদেব ঘোষের পরিবারের গৃহবধু খুশি ঘোষের মৃতদেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় অস্বাভাবিক ভাবে উদ্ধার হয়। তারপরই মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকজন খুনের অভিযোগ তোলে। এখন দেখার পুলিশি তদন্ত গৃহবধূর মৃত্যু রহস্যে তথ্য উঠে আসে। পর্নে দাবীতে যদি এক মহিলাকে মৃত্যু বরন করতে হয় তাহলে সমাজের পক্ষে এটা খুবই লজ্জাজনক ঘটনা। রামমোহন রায়ের মাটিতে যদি এখনও এই ধরনের ঘটনা ঘটে তাহলে সমাজের যুব সমাজের কাছে একটা অসনি সংকেত। সবমিলিয়ে এই ঘটনায় নিন্দার ঝড় আরামবাগ মহকুমা জুড়ে।