সুদীপ দাস, ১৭ ফেব্রুয়ারি:- সারাবছর অনলাইনে ক্লাস করিয়ে হঠাৎ করেই অফলাইনে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে সামিল পড়ুয়ারা। ব্যাপক চাঞ্চল্য ছড়ালো চন্দননগর ওমেনস পলিটেকনিক কলেজে। কোভিডের পর চলতি মাসের ৩ তারিখ থেকে এই কলেজে পড়াশুনা চালু হয়। বৃহস্পতিবার কলেজে এসে ছাত্রীরা জানতে পারে তাঁদের 5th সেমিস্টারের পরীক্ষা শীঘ্রই অফলাইনে নেওয়া হবে। তাও হোম সেন্টারে নয়।
পড়ুয়াদের বক্তব্য কোভিড মরশুমে ২য়, ৩য় ও ৪র্থ সেমিস্টারের পরীক্ষা তাঁরা অনলাইনে দিয়েছে। দীর্ঘ দু’বছর ধরে তাঁরা অনলাইনের পড়াশুনাতেই অভ্যস্ত হয়ে গেছে। এহেন পরিস্থিতিতে ৫ম সেমিস্টারের পরীক্ষাও তাঁরা অনলাইনেই দিতে চায়। নতুবা অফলাইনে পরীক্ষা হলে তার আগে নুন্যতম ৬ মাস অফলাইনে পরীক্ষা নেওয়া হোক। এই দাবীতেই ছাত্রীরা কলেজের সামনে বসে বিক্ষোভ শুরু করেছে। যদিও এবিষয়ে কলেজ কর্তৃপক্ষের বক্তব্য সরকারী নির্দেশিকা আমরা পালন করছি। বহু পড়ুয়া অফলাইনে পরীক্ষা দিতেও রাজি। তবে সামান্য কিছু পড়ুয়া বিক্ষোভ করছে।