এই মুহূর্তে জেলা

সমস্ত নির্দেশকে লঙ্ঘন করে তৃণমূলের “দুই-তপন” বিধায়কের কাজিয়া, ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়!

সুদীপ দাস, ১৬ ফেব্রুয়ারি:- সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমত ভাইরাল তপন দাশগুপ্ত বনাম অসিত মজুমদারের দ্বন্দ্ব। চুঁচুড়া শহরের বাসিন্দা তপন দাশগুপ্ত এবং পরবর্তীকালে দল তপন দাশগুপ্ত কে বাঁশবেড়িয়া বিধায়কের টিকিট দেয়। আর চুঁচুড়া বিধানসভায় অসিত মজুমদার (তপন)। যদিও অসিত মজুমদার পাকাপাকিভাবে চুঁচুড়ার বাসিন্দা এখন। কিন্তু তাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। যদিও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুজনকে একই মঞ্চে বহুবার দেখা গেছে।

কিন্তু দ্বন্দ রয়ে গেছে আজও সেটাই প্রকাশ পেল বাঁশবেড়িয়া পৌরসভার প্রচারে। গতকাল এখানকার এক প্রার্থীর হয়ে প্রচারে করতে গিয়ে তপনবাবু তার বক্তব্য রাখতে গিয়ে বলেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক একজন কিন্তু কাজ করে কে? তপন দাশগুপ্ত। 90% লোক আমার কাছ থেকে কাজ নেয়। যায় না(অসিত মজুমদারের কাছে)। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রিতীমত ভাইরাল। স্বয়ং চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারও সেই ভিডিওটি ফেসবুক পোষ্ট করে টাইটেলে লেখেন একটা পাগল ও ছাগল আছে চুঁচুড়ায়। তাঁর কথা শুনুন। ভাইরাল সেই পোষ্টকে ঘিরেই পৌর ভোটের মুখে হুগলী জেলার রাজনীতি আবারও সরগরম!