এই মুহূর্তে কলকাতা

শিক্ষা ঋণের আবেদন মঞ্জুরে ব্যাঙ্কগুলির সঙ্গে কথা বলতে প্রশাসনকে নির্দেশ রাজ্যের।

কলকাতা, ১৪ ফেব্রুয়ারি:- রাজ্যের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রাপকদের শিক্ষা ঋণের বকেয়া আবেদন দ্রুত মঞ্জুর করার ব্যাপারে ব্যাঙ্কগুলির সঙ্গে কথা বলতে মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। রাজ্যে আগামীকাল থেকে শুরু হতে চলা দুয়ারের সরকার কর্মসূচির প্রস্তুতিতে তিনি আজ সমস্ত জেলার জেলাশাসকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। সেখানে নতুন কার্ডের আবেদন মঞ্জুর করার আগে পুরনো স্টুডেন্ট ক্রেডিট কার্ডএর মাধ্যমে ঋণের বকেয়া আবেদন মঞ্জুর করার তিনি নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

এদিকে আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যে আরেকদফা পুরভোটের প্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন সরকার কর্মসূচি নিয়ে একাধিক বিধিনিষেধ জারি করেছে। ভোট মুখী পুর এলাকাগুলিতে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হবে, সেখানে কোনও জায়গাতেই মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না বলে কমিশনের তরফে জানানো হয়েছে৷ কোন রাজনৈতিক নেতা বা মন্ত্রী দুয়ারের সরকার শিবিরে যেতে পারবেন না বলে কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে কোনো রকম রাজনৈতিক প্রচার করা যাবে না।