খানাকুল, ১৪ ফেব্রুয়ারি:- খানাকুলে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করার পাশাপাশি ছিনতাই টাকা ও সোনা।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মহকুমা জুড়ে। স্থানীয় মানুষের অভিযোগ দিন দিন চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে খানাকুলে। কখনও বাড়ি আবার কখনও মন্দির থেকে শুরু করে কখনও পথ চলতি ব্যক্তিদের রাস্তার মাঝে ছিনতাই করা হচ্ছে। এবার ছিনতাই করতে গিয়ে গুলি করা হল এক স্বর্ণ ব্যবসায়ীকে। ঘটনাটি ঘটেছে খানাকুল থানার হেলান এলাকায়। সূত্রের খবর রবিবার রাত 9:40 নাগাদ দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন সুশান্ত সামন্ত নামে ওই স্বর্ণ ব্যবসায়ী।
জানা গিয়েছে ব্যাবসায়ীর বাড়ি খানাকুলের খামার গড়ি এলাকায় এবং দোকান সেকেন্দারপুরে। দোকান এবং বাড়ির মধ্যে দুরত্ব মাত্র ২ কিলোমিটার। তার মধ্যেই ঘটল এই ঘটনা। বাড়ি ফেরার পথে রাস্তাতে ব্যবসায়ীকে কে বা কারা গুলি করে পালিয়ে যায়। দুটি গুলি পায়ে লাগে সুশান্ত বাবুর। ব্যবসায়ী সুশান্ত সামন্ত-র সাথে থাকা ব্যাগে ছিল পাঁচ ভরি সোনা ও ৫০০০ টাকা। গুলি করার পর ওই ব্যাগও ছিনতাই করে নিয়ে যায় দুষ্কৃতিরা। আহত সুশান্ত সামন্ত কে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।তবে পুলিশ সমস্ত বিষয় নিয়ে নাকি তদন্ত শুরু করেছে।