হুগলি, ১৪ ফেব্রুয়ারি:- হুগলীর বৈদ্যবাটী পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের রাস্তা থেকে নিকাশি বেহালদশা অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এলাকায় ভোট বয়কটের ডাক দিয়ে পড়লো পোস্টার। মহিলা, থেকে পুরুষ ক্ষোভ উগরে দিলেন পৌরসভার বিরুদ্ধে। দীর্ঘ দিন এলকায় কোন উন্নতি হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। রাজার বাগান নিচুমাঠ এলাকায় নেই কোন সুস্থ নিকাশি ব্যবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। রাস্তায় বেহাল দাশা, পানীয় জলেও সমস্যা। সুসুমা কীর্তনীয়া স্থানীয় বাসিন্দা বলেন আমাদের রাস্তা, ড্রেনের অবস্থা বেহালদশা। বাড়িতে এক হাঁটু জল হয়ে যায়। পানীয় জলের সেই ভাবে ব্যবস্থা নেই। সামান্য বৃষ্টি হলে আমরা বাইরে বেড়োতে পারি না। আমরা ভোট বয়কট করবো, ভোট দেবো না। সঞ্জীব দাস জানান সরকারি কাজ হবে, তবে তার মানে এই নয় মানুষকে সমস্যায় ফেলে। আমার মায়ের শরীর অসুস্থ। ডাক্তার-খানা নিয়ে যেতে পারছি না এই রাস্তা বেহাল দশার কারণে।
কোন মানুষের শরীর খারাপ হলে অ্যাম্বুলেন্স এর অভাবে বড় কিছু হতে পারে। প্রশাসনের সবাই ঘুমিয়ে আছে। পিনাকী ভট্টাচার্য স্থানীয় বাসিন্দা বলেন এলাকার নিকাশি ব্যবস্থা খুবই খারাপ। বৃষ্টি হলে সবার ঘরে জল ঢুকে যায়। আমার জন্ম সার্টিফিকেট পর্যন্ত জলে ভেসে গেছে। বর্ষাকালে সব থেকে বেশী সমস্যায় পড়তে হয়। অন্য দিকে ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলার শঙ্কর দাস জানান ওখানে সমস্যা আছে সমাধান করতে হবে। ভোট বয়কট করতে চাইছে অল্প কিছু মানুষ। সবাই ভোট দেবে আমরা আশা করছি। কেএমডিএর কাজ চলছে। তাই একটু সমস্যায় হচ্ছে। আমিও থাকলে আমার অসুবিধা হতো। কেএমডিএ কাজ শেষ হলেই রাস্তা, নিকাশি কাজ শুরু হবে। রাস্তার টেন্ডার হয়ে পড়ে আছে। জলা জমি কিনে বাড়ি তৈরির ফলে সমস্যা হচ্ছে। সবাই আমাদের ভোটার। সমস্যা ধীরে ধীরে মিটে যাবে। ১৪ নম্বর ওয়ার্ডের জল নিকাশি একটু সমস্যা আছে। আমরা গিয়ে এলাকার মানুষের সাথে কথা বলবো এবং যত তাড়াতাড়ি সমস্যা সমাধানের চেষ্টা করব।