তরুণ মুখোপাধ্যায়,৭ ফেব্রুয়ারি:- হুগলি জেলার বারোটি পুরসভার মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ পুরোদমে চলছে। এদিন শ্রীরামপুর কোর্ট চত্বর ছিল বিভিন্ন রাজনৈতিক কর্মীদের ভীড়ে জমজমাট। সোমবার সকাল বেলায় চন্ডীতলার তৃণমূল বিধায়ক স্বাতী খন্দকার ডানকুনি পুরসভার তৃণমূল মনোনীত প্রার্থীদের নিয়ে হাজির হন শ্রীরামপুর কোর্টে। প্রার্থীদের মনোনয়ন জমা দেবার পর ফলাফল নিয়ে অত্যন্ত আশাবাদী স্বাতীদেবী। তিনি জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এরাজ্যে তৃতীয়বারের জন্য তৃণমূলের সরকার গঠিত হয়েছে। আমাদের আশা যেভাবে এই সরকারের আমলে বিভিন্ন উন্নয়নমূলক কাজ কর্ম হয়েছে তাতে এবারের পুর নির্বাচনে তৃণমূল কংগ্রেস জেলার সবকটি পুরসভায় জয়লাভ করবে। এদিন তৃণমূলের সঙ্গে সঙ্গে সিপিআইএম এবং কংগ্রেস প্রার্থীদের অনেকে আজ তাদের মনোনয়ন জমা করেন।
শ্রীরামপুর, বৈদ্যবাটি, ডানকুনি এবং উত্তরপাড়া পৌরসভাগুলি মনোনয়ন জমা হচ্ছে শ্রীরামপুর কোর্টে মহকুমা শাসকের দপ্তরে। অন্যদিকে চুঁচুড়া পুরসভার ৩০টি আসনের জন্য চুঁচুড়া কোর্টে মনোনয়নপত্র জমা করেন তৃণমূল প্রার্থীরা। তাদের নমিনেশন জমাদানকালে প্রার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পুরভোটে জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত। তিনিও জানিয়েছেন যেভাবে পুরসভা গুলিতে নাগরিকদের জন্য পুরপরিসেবা দেয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত জনকল্যাণমূলক কাজ গুলি হচ্ছে সেগুলোকে রূপায়িত করার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে গেছেন তৃণমূল পুর প্রতিনিধিরা। অতিমারির সময় দুঃখের দিনে নাগরিকদের পাশে দাঁড়িয়েছিলেন তাঁরা। তার জন্যই আমাদের আশা এবারও এই জেলার সবকটি পুরসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়ী হয়ে আবার ক্ষমতায় আসবেন।