এই মুহূর্তে জেলা

নিন্দুকদের মুখে ঝামা ঘষে বৈদ্যবাটিতে ফের স্বমহিমায় সুবীর ঘোষ।

তরুণ মুখোপাধ্যায়, ৪ ফেব্রুয়ারি:- প্রত্যাশামতো ১০ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের টিকিট পেলেন বৈদ্যবাটি পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষ। এদিন রাতে সুবীর ঘোষের নাম ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় তৃণমূল কর্মীরা বিপুল উৎসাহে নেমে পড়েন তার প্রচারের কাজে। এদিন রাতেই বেশ ক’টি দেওয়াল তার সমর্থনে লিখেছেন দলীয় কর্মীরা। কর্মীরা জানিয়েছেন আগামীকাল থেকেই পুরো দমে আমাদের প্রচার শুরু হবে। দেওযাল লিখনের সঙ্গে সঙ্গে ফ্লেক্স এবং ব্যানার দিয়েও প্রচারে চমক আনা হবে। এবং আমাদের আশা গতবারের মতো এবারও বিপুল ভোটে জয়ী হবেন আমাদের প্রার্থী সুবীর ঘোষ।