সুদীপ দাস, ৩ ফেব্রুয়ারি:- স্কুলেই স্কুল করাতে হবে এই দাবীতে হুগলী জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে ডেপুটেশন দিতে উপস্থিত হুগলী গার্লস হাই স্কুলের অভিভাবকরা। রাজ্য সরকারের পাড়ায় পাড়ায় শিক্ষাঙ্গন কর্মসুচিকে বাস্তবায়িত করতে বুধবার থেকেই হুগলীর সদর শহর চুঁচুড়ার বিভিন্ন বিদ্যালয়গুলিতে পরিচালন সমিতির বৈঠক শুরু হয়েছে। বুধবারই শহরের বিনোদিনী গার্লস হাই স্কুল সহ একাধিক স্কুলের অভিভাবকরা পাড়ায় গিয়ে ছেলেমেয়েদের শিক্ষাদানের বিপক্ষে মত দিয়েছে। এবারে বৃহস্পতিবার সকালে
পরিচালন কমিটির সাথে বৈঠকের পর সরাসরি হুগলী জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানকে মার্চ পিটিশন দিতে উপস্থিত হলেন হুগলী গার্লস হাই স্কুলের অভিভাবকরা। সকাল ১০টা থেকে তাঁরা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে জমায়েত রয়েছে। এখানে দাঁড়িয়েই তাঁদের দাবী অবিলন্বে বিদ্যালয়েই স্কুল করাতে হবে। ১০টা ১১টা পর্যন্ত দাঁড়িয়ে থাকার পরও চেয়ারম্যান না আসায় শুরু হয় অবরোধ। প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনের রাস্তায় বসে চলছে অবরোধ। অবরোধের জেরে চুঁচুড়া-ত্রিবেনী রুটে যানজট শুরু হয়েছে।