এই মুহূর্তে কলকাতা

শুক্রবার থেকেই অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা যেতে পারবে স্কুলে।

কলকাতা, ২ ফেব্রুয়ারি:- করোনার আরেকটা ধাক্কা কাটিয়ে আবারও রাজ্যে খুলছে স্কুল। শুক্রবার থেকেই অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীরা পড়ুয়ারা যেতে পারবে স্কুলে। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময় দীর্ঘদিন বন্ধ থেকেছে স্কুল। আবার সংক্রমণ কাটতে স্কুল খোলা হয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় এর আগে অতিমারী কালে স্কুল খুলেছে শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য। দু’বছর স্কুলের বাইরে কাটিয়ে সরকারি নির্দেশে এইবারই প্রথম অষ্টম শ্রেণীর পড়ুয়ারাও স্কুলমুখী হচ্ছে। গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় স্কুল খোলার কথা ঘোষণা করার পরেই জেলাশাসকদের চিঠি পাঠিয়ে কোভিড সতর্কতা সহ একগুচ্ছ বিষয় নির্দেশিকা পাঠানো হয়। সেই নির্দেশিকা অনুযায়ী বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারির মধ্যে স্কুল ভবন স্যানিটাইজ করে জেলা প্রশাসনের তরফে শিক্ষা দপ্তরের রিপোর্ট পাঠানো হয়েছে।

পাশাপাশি এদিন থেকে শিক্ষকও শিক্ষাকর্মীরাও স্কুলে আসা শুরু করেছেন। শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে এর আগে প্রত্যেক ক্লাসের জন্য আলাদা আলাদা সময় ছিল। এবার আর সেরকম কিছু থাকছে না। একই সময় অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য খুলবে স্কুল। স্কুল খোলার আধ ঘণ্টা আগে পৌঁছতে হবে শিক্ষার্থীদের। শুক্রবার থেকে স্কুলে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্র‌্যাকটিকাল ক্লাসও চালু করতে পারে স্কুল কর্তীপক্ষ। শিক্ষক এবং পড়ুয়া, সকলকেই কঠোরভাবে মানতে হবে কোভিড বিধি। তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে রাজ্যের মধ্যশিক্ষা পরিষদ। কলকাতা পুরসভার তরফ থেকে এদিন বিভিন্ন স্কুল জীবাণুমুক্ত করা হয়। বৃহস্পতিবার থেকে খুলছে বেসরকারি স্কুলগুলিও। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেণির পড়ুয়াদের জন্য ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘পাড়ায় শিক্ষালয়’।