গোঘাট, ১ ফেব্রুয়ারি:- গোঘাটে ভাদুর অঞ্চলে টোল কাটা নিয়ে দফায় দফায় বিক্ষোভ স্থানীয়দের। বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। বিক্ষোভ কারীদের অভিযোগ অবৈধ ভাবে স্থানীয় পঞ্চায়েত রাস্তার ওপর টোল কাটচ্ছে।পিডব্লুডির রাস্তার ওপর টোল কাটছে স্থানীয় পঞ্চায়েত। অথচ রাস্তা খারাপ হলেও পঞ্চায়েত রাস্তা সংস্কার করেনি।তাদের দাবী এটা সম্পুর্ন অবৈধ্য ভাবে টোল কাটা হচ্ছে।
টোল পাঁচ বছর আগেই বন্ধ হয়ে যায়। কিন্তু হঠাৎ করে আবার টোল চালু হওয়ায় গাড়ির মালিকরা এদিন বিক্ষোভ দেখায়। তাদের দাবী করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক পরিস্থিতি খুবই খারাপ। টোল দিয়ে গাড়ি ব্যবসা করা যাবে না।তাই টোল বন্ধ থাকুক। যদিও পুলিশের সাথে বিক্ষোভকারীদের আলোচনার পর বিক্ষোভ ওঠে। এখন দেখার এলাকার মানুষের স্বার্থ প্রশাসন কি সিদ্ধান্ত নেয়।