এই মুহূর্তে জেলা

হুগলীতে এসে মরিচঝাঁপি দিবস পালন শুভেন্দুর।


সুদীপ দাস, ৩১ জানুয়ারি:- চন্দননগরের পুরভোট উপলক্ষ্যে নির্বাচনী কমর্সুচিতে এসে মরিচঝাঁপি দিবস পালন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ চুঁচুড়ার ৩নম্বর গেটে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে মরিচঝাঁপিতে মৃতদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য নিবেদন করেন শুভেন্দু। এরপর দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা। ১৯৭৯সালে মরিচঝাঁপিতে হিন্দু শরনার্থীদের মৃত্যুর জন্য তৎকালীন বাম সরকারকেই সরাসরি দায়ী করেন শুভেন্দু। এরপরই রাজ্যে স্কুল বন্ধ রাখা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে রাজ্যের তৃণমূল সরকারের চরম বিরোধীতা করেন তিনি। তিনি বলেন স্কুল না খুলে রাজ্য সরকার ক্ষমার অযোগ্য কাজ করছে।

স্কুল বন্ধের ঘটনাকে একদা বাম সরকারের বিদ্যালয় থেকে ইংরেজি তুলে নেওয়ার সিদ্ধান্তের সাথে তুলনা করে তিনি বলেন মূলত তিনটি কারনে স্কুল বন্ধ রেখেছে তৃণমূল সরকার। এক হলো মানুষ শিক্ষিত হলে চাকরি চাইবে। কাউকে যাতে চাকরি দিতে না হয় কারন মুখ্যমন্ত্রী ভেবেছেন ওনার সরকার দশকের পর দশক থাকবে। মুখ্যমন্ত্রী আর ওনার ভাইপো ক্ষমতায় থাকবে। ২য় কারন হলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি চালানোর জন্য কেন্দ্রীয় সরকার টাকা পাঠাচ্ছে সেই টাকা দান-ক্ষয়রাতিতে ব্যাবহার করবেন মুখ্যমন্ত্রী আর ৩য় হচ্ছে মুখ্যমন্ত্রী মিড ডে মিলের চাল আত্মসাৎ করছে। অন্যদিকে সিঙ্গরে টাটার জমিতে মাছের ভেড়ি তৈরী করা নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে সে বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন পশ্চিমবঙ্গ সরকার চপ শিল্প, পোলট্রি শিল্প, কাশফুল শিল্প করেছে। আর এবারে লেটেস্ট হচ্ছে কারখানার জমিতে জলাশয়।