উঃ২৪পরগনা, ২৭ জানুয়ারি:- পাটের অভাব দেখিয়ে আজ সকাল থেকে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিয়ে বন্ধ করে দিলো ভাটপাড়া রিলায়েন্স জুটমিল কতৃপক্ষ।অবিলম্বে এই মিল খোলার দাবিতে কাঁকিনাড়া রেলস্টেশনে রেল অবরোধ রিলায়েন্স জুটমিল শ্রমিকদের।
এই জুটমিল বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন প্রায় চার হাজার শ্রমিক। প্রায় একঘন্টা রেল অবরোধ চলার পর ঘটনাস্থলে ভাটপাড়া থানার বিশাল পুলিশবাহিনী এসে রীতিমতো লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয়। এরপর এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।