এই মুহূর্তে জেলা

হাওড়া সিটি পুলিশের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস উদযাপিত।

হাওড়া, ২৬ জানুয়ারি:- হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে পালিত হল ৭৩তম প্রজাতন্ত্র দিবস। এবছর শৈলেন মান্না স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল বিশেষ প্যারেডের। ওই অনুষ্ঠানে হাওড়া সিটি পুলিশের কমিশনার, ডিসি হেড কোয়ার্টার সহ ডিসি সাউথ, নর্থ, সেন্ট্রালের আধিকারিকরা। সমস্ত এসিপি ও হাওড়া সিটি পুলিশ এর আওতাভুক্ত বিভিন্ন থানার ও ট্রাফিক বিভাগের আইসি-ওসিরা।

পুলিশ ব্যান্ডের মাধ্যমে জাতীয় সংগীত পরিবেশন করে জাতীয় পতাকা উত্তোলন করে হাওড়া পুলিশ কমিশনার সি সুধাকর। জাতির প্রতি সম্মান জানাতে করা হয় গান-ফায়ার। তবে কোভিড পরিস্থিতির কারণে সেভাবে জাঁকজমক না হলেও হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে সাড়ম্বরে পালিত হল প্রজাতন্ত্র দিবস।