এই মুহূর্তে জেলা

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলিত হলো হুগলি জেলা শাসকের দপ্তরে।

সুদীপ দাস, ২৬ জানুয়ারি:- প্রত্যেকবারের ন্যায় এবারেও প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলিত হলো হুগলী জেলাশাসক দপ্তর সংলগ্ন ময়দানে। সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক দীপাপ্রিয়া পি। সঙ্গে ছিলেন হুগলী গ্রামীন পুলিশ সুপার আমনদীপ। পতাকা উত্তোলনের পর জেলাশাসক ও পুলিশ সুপার মাঠ পরিদর্শন করেন। এরপর গান স্যালুট দিয়ে অভিবাদন জানানো হয় জেলাশাসক ও পুলিশ সুপারকে।

সবশেষে কুচকাওয়াজে অংশগ্রহন করে পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা দপ্তর, স্কাউটস এন্ড গাইডস সহ পুরসভার একাধিক দপ্তর। সরকারী প্রকল্পের বিভিন্ন ট্যাবলো এই কুচকাওয়াজে অংশগ্রহন করে। তবে এবছর কোভিডের কথা মাথায় রেখে কোন স্কুল কিংবা সাংস্কৃতিক সংগঠনকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে জায়গা দেওয়া হয়নি।