হুগলি, ২৫ জানুয়ারি:- চুক্তি অনুযায়ী টাকা মেলেনি অথচ বাড়ি ভাঙতে চলে এলো প্রোমোটারের লোকজন! ঘটনায় সাত সকালে চাঞ্চল্য ছড়াল হুগলির বৈদ্যবাটি বিবেকানন্দ রোড শিবতলা এলাকায়। পুরসভার হস্তক্ষেপ বন্ধ হল বাড়ি ভাঙা। বৈদ্যবাটি পুরসভার আট নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ রোড শিবতলার বাসিন্দা জিতেন সাহা। তাদের শরিকি বাড়ি ভেঙে আবাসন গড়তে গত দুবছর আগে শ্রীরামপুরের এক প্রমোটারের সঙ্গে চুক্তি বদ্ধ হন। জিতেন সাহার অভিযোগ চুক্তি মত টাকা দেয়নি প্রোমোটার। টাকা দেওয়া নিয়ে টাল বাহানা চলতে থাকায় আদালতে মামলাও হয়।আজ সকালে হঠাৎ প্রোমোটারের লোকজন বাড়ি ভাঙতে শুরু করে। বাড়ির এক অংশের পাঁচিল বাথরুমের ছাদ শাবল গাঁইতি দিয়ে ভেঙে ফেলে।
শব্দ পেয়ে বেরিয়ে আসেন জিতেন ও তার পরিবার। খবর দেন পুরসভায়। পুর প্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষ পুর প্রশাসক ও বিধায়ক অরিন্দম গুঁইনকে বিষয়টি জানান। এর পরেই পুরসভার পক্ষ থেকে বাড়ি ভাঙা বন্ধ করে দেওয়া হয়। সুবীর ঘোষ জানান বাড়ির মালিক পুরসভা এবং পুলিশকে অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জিতেন সাহার অভিযোগ যে সময় তার স্ত্রী বাথরুমে গিয়েছিলেন সেই সময় প্রোমোটারের লোকজন বাথরুম ভাঙতে শুরু করে। ঘটনায় আতঙ্কিত হয়ে পরেন তারা। প্রোমোটার রাজীব দে অভিযোগ অস্বীকার করে বলেন, চুক্তি হলেও বাড়ি ভাঙতে বাধা দেয়। অন্য শরিকরা অনুমতি দিলেও বেআইনি ভাবে টাকার জন্য চাপ দিতে থাকেন জিতেন সাহা। টাকা না দেওয়ায় হুমকিও দেওয়া হয়।তার কোনো লোক বাড়ি ভাঙতে যায়নি বলে দাবী প্রোমোটারের।