হুগলি, ২৪ জানুয়ারি:- নিখোঁজ ডাক্তারকে উদ্ধার করে ছেলের হাতে ফিরিয়ে দিল ভদ্রেশ্বর থানার পুলিশ। পেশায় চিকিৎসক বনগার বাসিন্দা কান্তি চক্রবর্তী ১৫.০১.২০২২ তারিখ থেকে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে। দীর্ঘক্ষণ বাড়িতে না আসায় পরিবারের লোকেরা বনগাঁ থানা মিসিং ডায়েরি করে। এরপর চারদিকে খোঁজখবর করে পাওয়া যায়নি চিকিৎসককে। অবশেষে টহলরত ভদ্রেশ্বর থানার পুলিশ মানকুন্ডু রেল স্টেশন এর টিকিট কাউন্টারের সামনে সোমবার ভোরবেলা এক ব্যক্তিকে দাড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসাবাদ করে।অপরিচিত এই ভদ্রলোক জানায় তিনি বাড়ি থেকে বেরিয়ে এসেছেন।বাড়ি বনগায়।
এরপর পুলিশ তাকে থানায় নিয়ে আসে। ফোন নম্বর জোগাড় করে ছেলেকে ফোন করে বাবাকে নিয়ে যেতে বলে ভদ্রেশ্বর থানা। ছেলে অর্পণ খবর পেয়ে দ্রুত ভদ্রেশ্বর থানায় ছুটে আসে। জানা যায় বাড়ির বাইরে ডাক্তার বাবুর চেম্বার। এই সময় করোনা আতঙ্কে ভুগছে সবাই। তাই এই চিকিৎসকের স্ত্রী স্বামীকে স্নান করে ঘরে ঢুকতে বলে। এই ঠান্ডায় ডাক্তারবাবু স্নান করতে নারাজ হওয়ায় বাড়িতে অশান্তি শুরু হয়।এই অশান্তির কারনে হোমিওপ্যাথিক চিকিৎসক বাড়ি থেকে বের হয়ে বহু জায়গায় ঘুরে বেড়ায়।অবশেষে ছেলের গাড়ি করে বাড়ি ফিরল ডাক্তারবাবু।