গোঘাট, ২৪ জানুয়ারি:- দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, ব্যারাকপুর ও পশ্চিমবঙ্গ ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন এর যৌথ উদ্যোগে সাইকেল মিছিল। দেশের যুব সমাজকে দেশমাতৃকার প্রতি কর্তব্য এবং দেশাত্মবোধ জাগ্রত করতে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুর এবং পশ্চিমবঙ্গ ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বিটি রোড আগরপাড়া শাখা থেকে ১২ জন সাইকেল-আরোহী এবং একটি সুসজ্জিত নেতাজি ট্যাবলো যাত্রা শুরু করেছে ২৩শে জানুয়ারি। উত্তর ২৪ পরগনা, হুগলি, বাঁকুড়া হয়ে এই রালি নেতাজীর বাণী প্রচার করতে করতে ২৬ শে জানুয়ারি পৌঁছাবে পুরুলিয়ায়।
যুবক-যুবতী, ছাত্রছাত্রী এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে নেতাজীর জীবনী ও বাণীর আদর্শ প্রতিষ্ঠা করার জন্যই, এই অভিনব উদ্যোগ কে সাধুবাদ জানাচ্ছেন সমাজের সর্বস্তরের মানুষ। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এক জ্বলন্ত ইতিহাস। যিনি জন্মেছেন কিন্তু মরেননি, তিনি অমর। স্বামী বিবেকানন্দের মানসপুত্র নেতাজি বাংলা ও বাঙালির আবেগ, গর্ব, আর তা দেশনায়েকের ১২৫ তম জন্মবার্ষিকীতে এসেও আবারো প্রমাণ হয়ে যায়। রাজনৈতিক ক্ষুদ্র স্বার্থে যতই নেতাজি কে অবমাননা করা হোক না কেন আপাময় ভারতবাসীর হৃদয়ে বিপ্লবী নেতাজি ছিলেন, আছেন এবং থাকবেন চিরকাল। এদিন এই সাইকেল মিছিল হুগলি জেলার বিভিন্ন শহর হয়ে গোঘাটে এসে পৌঁছায়।