হাওড়া, ২১ জানুয়ারি:- ভিক্ষা চাইতে এসে জল খাওয়ার নাম করে জোর করে ঘরের মধ্যে ঢুকে গৃহবধূকে বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছিল হাওড়ার সাঁকরাইলে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই ঘটনা ঘটে। ভিক্ষা ও জল খাওয়ার নাম করে বাড়িতে ঢুকে গৃহবধূকে মারধর করে ব্যাপক লুটপাট চালিয়ে পালিয়ে যায় দুস্কৃতীরা। সাঁকরাইল থানা এলাকার থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের চন্দ্রবাটী স্কুল মাঠ এলাকায় ওই ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার বিকেলে বাড়িতে ওই গৃহবধূ একা থাকার সুযোগে দুস্কৃতীরা হানা দেয়। ঘটনার তদন্তে নেমেছে সাঁকরাইল পুলিশ।
জানা গেছে, এটি একটি নতুন গ্যাংয়ের কাজ। এর আগে একইভাবেই হুগলিতেও এরকম ঘটনা ঘটেছিল। সিসিটিভি দেখে এদের খোঁজ চলছে। অভিযোগ, ভিক্ষা চাওয়ার পাশাপাশি জল খাওয়ার নাম করে দুস্কৃতীরা বাড়িতে ঢোকে। এরপর গৃহবধূকে চেয়ারে বসিয়ে হাত পা বেঁধে দেয়। পরে তার উপর শারীরিক অত্যাচার চালানোর পাশাপাশি পেটে লোহার রড ঢুকিয়ে দেয় দুস্কৃতীরা। আনুমানিক ৫ লক্ষ টাকার সোনার গহনা ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুস্কৃতীরা।