কলকাতা, ২১ জানুয়ারি:- কলকাতা বিমানবন্দরের পরিপূরক হিসেবে রাজ্যে চতুর্থ বিমানবন্দর তৈরির জন্য জমির খোঁজ চলছে। দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ে প্রস্তাবিত এই বিমান বন্দরের জন্য জমির খোঁজ চলছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনকে চতুর্থ বিমানবন্দরের জন্য জমি খোঁজার নির্দেশ দেন।এদিন ভাঙর বিডিও অফিসে জেলা প্রশাসন এবং পঞ্চায়েত প্রতিনিধিদের মধ্যে এনিয়ে বৈঠক হয়। কলকাতার বুকে এই মুহূর্তে একটাই বিমানবন্দর, নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর। কার্যত এই বিমানবন্দরে দেশ-বিদেশ সর্বত্র থেকে বিমান ওঠানামা করে। ফলে দমদম বিমানবন্দরের ওপর প্রতিদিন অতিরিক্ত চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে এবার রাজ্য সরকারের পক্ষ থেকে দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর তৈরীর পরিকল্পনা করা হচ্ছে।
কলকাতার কাছাকাছি অঞ্চলে জমির খোঁজ শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, বোয়িং ৭৭৭ এর মত বড় বিমান যাতে অবতরণ করতে পারে, সেইরকম দীর্ঘ রানওয়ে থাকবে এমন বিমানবন্দর তৈরীর মতন জমি দেখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনকে মুখ্যসচিবের পক্ষ থেকে নির্দেশ গিয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, রাজ্য সরকার এমনিতেই পুরুলিয়ার ছররাতে একটি বিমানবন্দর তৈরীর পরিকল্পনা নিয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে রাজ্যের বন্ধ বিমানবন্দরগুলি নতুন করে চালু করার নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে। এই এপ্রিলে রাজ্যের মেগা শিল্প সম্মেলন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে নতুন বিমানবন্দর নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়