এই মুহূর্তে জেলা

ভুয়ো বোমাতঙ্ক। মিললো ডিজিটাল তালা।


হাওড়া, ২০ জানুয়ারি:- নবান্নের কাছে ব্রিজের উপরে ভুয়ো বোমাতঙ্ক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় ব্রিজের শার্প বেন্ডের কাছে কাজীপাড়াগামী র‍্যাম্পের উপরে একটি ধাতব বস্তু পড়ে থাকতে দেখা যায়। সেটি দেখে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বম্ব স্কোয়াডের আধিকারিকরা সেটি পরীক্ষা করে জানতে পারেন বস্তুটি বোমা নয়, ওটা একটি ডিজিটাল তালা। এরপর স্বস্তির নিশ্বাস ফেলেন সকলে। পরে ওই পরিত্যক্ত ডিজিটাল তালাটি পুলিশ তুলে নিয়ে যায়। পুলিশি তৎপরতায় সেখানে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে, এই ঘটনা প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের ডিসি হেড কোয়ার্টার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, কাজীপাড়ার দিকে একটি র‌্যাম্পে বুধবার সন্ধ্যায় একটি ডিজিটাল লক পাওয়া যায়। এই তালাগুলি আজকাল খুবই সাধারণ। মনে করা হচ্ছে অবশ্যই সেটি কোনও গাড়ি থেকে পড়ে গেছে৷