এই মুহূর্তে জেলা

খরদায় আহত চিকিৎসকের বাড়িতে অর্জুন সিং।

উঃ২৪পরগনা, ২০ জানুয়ারি:- গত ১৫ই জানুয়ারি বিলকান্ডা বোর্ডঘর অঞ্চলের বাসিন্দা পেশায় চিকিৎসক আশুতোষ কীর্তনীয়ার বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল সমর্থক রনিদের বিরুদ্ধে। আজ আক্রান্ত চিকিৎসকের বাড়িতে দেখা করতে গেলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। পরিবারের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্জুন সিং জানালেন বর্তমান পরিস্থিতিতে রাজ্যে কোন মানুষ সুরক্ষিত নেই।

আসলে তৃণমূল দলটা চলে গেছে সমাজবিরোধীদের হাতে। সব থেকে বড় কথা সাধারণ মানুষ যেখানে সব থেকে বেশি ভরসা পায় সেই প্রশাসন কেউ পঙ্গু বানিয়ে রেখেছে। তাদের ইচ্ছা থাকলেও কোনো কিছু করতে পারছে না তারা ভয়ে আছে এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা সজল দাস জানালেন যেদিন ঘটনাটি ঘটে সেদিন চিকিৎসক পরিবারের সদস্যদের নিয়ে থানায় অভিযোগ জানায় তারা আর আজ অর্জুন সিং এসে বলছেন সমাজবিরোধী ওনার বোঝা উচিত ভাটপাড়া আর খরদা বিধানসভা এক নয়।