কলকাতা, ২০ জানুয়ারি:- আইএএস ক্যাডার আইন সংশোধন নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবের বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দ্বিতীয়বার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। কেন্দ্রের তরফে ওই প্রস্তাবের একটি সংশোধনী সম্প্রতি রাজ্যকে পাঠানো হয়েছে যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আরও পরিপন্থী বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ। সেকারণে একই সপ্তাহে এই বিষয়ে প্রধানমন্ত্রীকে দ্বিতীয়বার চিঠি দিতে বাধ্য হলেন বলে তিনি জানিয়েছেন। দ্বিতীয় চিঠিতেও ফের তিনি এই আইন সংশোধন নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।
চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, আমলারা সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে তাদের প্রতিটি মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয়। এই প্রেক্ষিতে যদি তাদের গতিপথ কেন্দ্র নিয়ন্ত্রণ করে, তাহলে কাজের ক্ষেত্রে জটিলতা তৈরি হবে। এর ফলে কেন্দ্র ও রাজ্যের বিরোধ আরও বাড়বে। বিষয়টিকে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যকে অন্ধকারে রেখে কোনও আমলাকে কেন্দ্র যদি সরিয়ে নেয়, তাহলে তা নিঃসন্দেহে রাজ্যের অধিকারের হস্তক্ষেপ। তা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ক্ষেত্রেও বিপদজ্জনক।