পুড়শুড়া, ১৭ জানুয়ারি:- আবারো তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। দলেরই পঞ্চায়েত প্রধানকে অপসারণের দাবিতে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের সামনে ধর্নায় তৃণমূলেরই একাংশ। ঘটনা হুগলি জেলার পুড়শুড়া ব্লক অফিস। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় পুড়শুড়া বিডিও অফিস চত্বর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ। পঞ্চায়েত প্রধান অপসারণের দাবিতে হুগলির পুড়শুড়া বিডিওর অফিসের দরজার সামনে ধর্নায় বসেন তৃনমূলের ১৩ জন সদস্য। শ্যামপুর গ্রাম পঞ্চায়েতের তৃনমূল সদস্যদের দাবি শ্যামপুর পঞ্চায়েত প্রধান অনিমা মান্না বিভিন্নভাবে উন্নয়নের কাজে বাধা দিচ্ছেন। এর আগেও তারা বিভিন্ন জায়গায় প্রধানের অপসারণ চেয়ে লিখিতভাবে জানিয়েছিলেন
তারপরও কোনো কাজ না হয় হওয়ায় আজ তারা পুড়শুড়া বিডিও অফিস হাতে পোস্টার নিয়ে ধর্না অবস্থান শুরু করেন। উল্লেখ্য গত ১৬ ই মার্চ ২০২১ সালে প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে তৃনমূলের ১৪ জন সদস্য। পঞ্চায়েতে মোট ২১ জন তৃনমূল সদস্য রয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুড়শুড়া থানার পুলিশ। অপরদিকে প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। প্রথমে দাবি, লুটে পুটে খেতে পারছে না বলেই আমাকে সরাতে চাইছে। এই বিষয়ে পুড়শুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মোমিন মিদ্যা বলেন, এর আগেই শ্যামপুর পঞ্চায়েতের অনাস্থা নিয়ে আবেদন পড়েছিলো। কার্যকর না হওয়ায় ওরা আবার এসেছে। আমরা আলোচনা করে উচ্চ প্রশাসনের জানাবো। সবমিলিয়ে হুগলির শ্যামপুর পঞ্চায়েতের ডামাডোল অবস্থার জন্য সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।