এই মুহূর্তে জেলা

করোণা আক্রান্তদের বাড়ি বাড়ি ফল মিষ্টি পৌঁছে দিলেন প্রশাসক মন্ডলীর সদস্য।

তরুণ মুখোপাধ্যায়, ১৬ জানুয়ারি:- করোনার থাবা আবার ছড়িয়ে পড়েছে আমাদের সমাজে। এই সময় আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে ফলের ঝুড়ি তুলে দিল বৈদ্যবাটি পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য এবং হুগলি জেলা তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সভাপতি সুবীর ঘোষ। এদিন সকালে এলাকার ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন করোনা আক্রান্ত রোগীদের বাড়ীতে সুবীর বাবু গিয়ে তাদের সঙ্গে দেখা করেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন, এবং তাদের হাতের বিভিন্ন প্রকার ফল এবং মিষ্টি তুলে দেন। সুবীর বাবুর জানান আমাদের মানবিক এবং দরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের নির্দেশ এই করোনা মহামারী কালে সমস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে, এবং তারা যাতে অসহায় বোধ না করেন, তারা যাতে সুস্থ থাকেন এবং তাদের যেন প্রকৃত চিকিৎসা হয় সেই চেষ্টা করতে হবে। সেই কথা মাথায় রেখেই আমরা করোনার প্রথম ঢেউ থেকেই এই পুরসভার বিভিন্ন ওয়ার্ডের মানুষদের স্বাস্থ্যের দিকে নজর দিয়েছে প্রয়োজনীয় ওষুধপত্র এবং চিকিৎসার বন্দোবস্ত করেছি।

আজও আমি আমার সাধ্যমত তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করছি এবং যতদিন আমি পারব আমার এই চেষ্টা চালিয়ে যাব। আজকে সুবীর বাবুর এই উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসীরা। তারা বলেছেন সুবীর ঘোষ (ভাই দা) চিরকালই এইরকম। যখনই কোন মানুষ অসুবিধার মধ্যে পড়েছেন, বিপদে পড়েছেন সব সময় তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন ।এক্ষেত্রে তিনি কখনই কোন দল কোন ধর্ম বর্ণ দেখেন না। শুধু মানুষই নয় পশুপাখি অবলা জীব রাও যাতে ভালো ভাবে থাকতে পারে সেদিকেও নজর দেন। সম্প্রতি কয়েকমাস আগে একটি অসুস্থ মৃতপ্রায় হনুমানকে রাস্তায় পড়ে থাকতে দেখে ভাই দা সস্নেহে তাকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করিয়ে ছিলেন ।তাই এই মানবিক মানুষটিকে আমরা মন থেকে সবাই ভালবাসি।