এই মুহূর্তে জেলা

মকর সংক্রান্তিকে সামনে রেখে উৎসবে মাতলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ।

গোঘাট, ১৫ জানুয়ারি:- মকরসংক্রান্তি উৎসবকে সামনে রেখে উৎসবে সামিল হলেন গোঘাটের কামারপুকুর এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তিন দিন ধরে এই উৎসব চলে গোঘাটজুড়ে। কিন্তু করোনা পরিস্থিতিতে সবেতেই যেন ছন্দপতন। রীতিমেনে পুজোপাঠ হলেও উৎসবে কিছুটা কাটছাট হয়েছে। এদিন কামারপুকুরের লাহাবাজারের মেলা প্রাঙ্গণে আদিবাসী সম্প্রদায়ের মানুষ উৎসবে সামিল হন। করোনা বিধি মনে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। আদিবাসী মহিলা থেকে শুরু করে পুরুষেরা আদীবাসী নৃত্য ও তীরন্দাজী প্রতিযোগিতায় অংশ নেয়। প্রাচীন আদীবাসী নৃত্যে এলাকার মানুষ মুগ্ধ হন এবং গান ও নৃত্যে একটা অন্য মাত্রা আনে এলাকায়। পাশাপাশি তীরন্দাজী প্রতিযোগিতা দেখতে বহু মানুষ ভির জমান।

ভারতবর্ষের এই প্রাচীন জনজাতির ঐতিহ্যময় উৎসব দেখতে এলাকার বহু বিশিষ্টজনের কামারপুকুর মাঠে আসেন। প্রসঙ্গত উল্লেখ্য, টুসু উৎসব বা মকর পরব একটি লোকউৎসব, যা বাংলা অগ্রহায়ণ মাসের শেষ দিনে শুরু হয় আর শেষ হয় পৌষ সংক্রান্তি বা মকর-সংক্রান্তির পুণ্যলগ্নে। টুসু এক লৌকিক দেবী যাকে কুমারী হিসেবে কল্পনা করা হয় বলে প্রধানত কুমারী মেয়েরা টুসুপূজার প্রধান ব্রতী ও উদ্যোগী হয়ে থাকে। এই টুসু উৎসবে সামিল হতে দেখা যায় গোঘাটের আদীবাসী সম্প্রদায়ের মহিলা থেকে শুরু করে অনেকেই। সবমিলিয়ে এদিন কামারপুকুরে আদিবাসী সম্প্রদায়ের উৎসবকে কেন্দ্র করে উন্মাদনা ছিলো চোখে পড়ার মতোন।