সুদীপ দাস , ১৫ জানুয়ারি:- বাড়ি ভাড়া নেওয়ার অছিলায় বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দুঃসাহসিক ডাকাতি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর বাড়িতে। চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল বাঁশতলা মোড়ের বিক্রম নগরের বাসিন্দা দেবনারায়ন দত্তের বাড়িতে হঠাৎই কলিং বেল বাজাতে দরজা খুলে দেখে চার ব্যক্তি বাড়ি ভাড়া নেওয়ার আবেদন করে। বিক্রমবাবু নিজেই জানান বাড়ি ভাড়ার জন্য তিনি বিজ্ঞাপন করেছিলেন। তিনি সকালে আসতে বললে তারা কাজের আছিলায় আজই বাড়িভাড়া পাকা করতে চান বলে জানান।
পরে তাদের একজন জল খাবে বলে। জল আনার জন্য ঘুরতেই মাথায় আগ্নেয়আস্ত্র ঠেকিয়ে মুখে সেলুটেপ আটকে বেঁধে ফেলে দুষ্কৃতীরা। গৃহকর্তী চিত্কার করতেই তার মাথায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে চার দুষ্কৃতী দুজনকেই বেঁধে ফেলে। তারপরেই অবাধে চলে লুঠতরাজ। খোলা আলমারি থেকে অনায়াসেই টাকা সোনাদানা যেমন হাতিয়ে নেয় পাশাপাশি দেব নারায়ন বাবু ও তার স্ত্রীর গা থেকে সমস্ত সোনাদানা খুলে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় যথেষ্টই আতঙ্ক ছড়িয়েছে ব্যান্ডেল এলাকায়। রাত আটটা নাগাদ এই ঘটনা এই প্রথম এই এলাকায় জানান এলাকাবাসীরা।