হাওড়া, ১৪ জানুয়ারি:- রাস্তার ফুটপাতে নতুন করে দোকান বসাতে গিয়ে বিবাদ। এই নিয়ে দুই পক্ষের ঝামেলা হয়। ঘটনাটি ঘটেছে হাওড়া ময়দান শরৎ সদন সংলগ্ন মেট্রো চ্যানেলের সামনে। জানা গেছে, বৃহস্পতিবার রাতে সেখানে দোকান বসাতে আসে ২৯ নম্বর এলাকার কিছু যুবক। অভিযোগ, সেই সময় ১৭ নম্বর ওয়ার্ড সদর বক্সী লেনের কিছু যুবক এসে তাদের বাধা দেয়। এই নিয়ে তারা বচসায় জড়িয়ে পড়ে। এরপর তখনকার মতো পরিস্থিতি মিটেও যায়।
আজ শুক্রবার সকালে ফের চৌকি পেতে দোকান বসানোর তোড়জোড় শুরু হতেই সদর বক্সী লেনের কিছু মহিলা এসে সেখানে ঝামেলা করেন বলে অভিযোগ। দোকান বসানো নিয়ে বাধা পেয়ে এই নিয়ে ফের নতুন করে গন্ডগোল হয়। পরে হাওড়া থানার পুলিশ এসে ওইসব দোকান তুলে দেয়। যে দুই পাড়ার যুবকদের মধ্যে গন্ডগোল হয় এরা সকলেই শাসক দলের কর্মী সমর্থক বলে জানা গেছে। তবে এর সঙ্গে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বা রাজনৈতিক বিষয় নেই বলেই তাদের দাবি।