সুদীপ দাস, ৯ জানুয়ারি:- নির্বাচন কমিশনের বিধি অমান্য করে মিছিল বিজেপির। বাঁধা পুলিশের। চাঞ্চল্য চন্দননগরে। রবিবার ঘটনাটি ঘটেছে চন্দননগর পুরনিগমের ২৬ নম্বর ওয়ার্ডের মালাপাড়া কালীতলায়। ওই ওয়ার্ডদর বিজেপি প্রার্থী সন্ধ্যা দাসকে এদিন প্রচারে বের হন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। সঙ্গে ছিলেন বিজেপির হুগলী সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার, যুব মোর্চার হুগলী সাংগঠনিক জেলা সভাপতি সুরেশ সাউ।
মিছিলে প্রায় শ’খানেক বিজেপি কর্মী অংশগ্রহন করেন। সেই মিছিলই আটকে দেয় পুলিশ। বেশকিছুক্ষন বচসা চলার পর ৫ জন নিয়ে প্রচার করতে রাজি হয় বিজেপি। কিন্তু পুনরায় সেই প্রচারে দেখা যায় অধিক লোক রয়েছে। এরপরই পুলিশ গ্রেফতার করে পুরশুরার বিধায়ক বিমান ঘোষ, সভাপতি তুষার মজুমদার, যুব সভাপতি সুরেশ সাউ, স্থানীয় প্রার্থী সন্ধ্যা দাস সহ বেশ কয়েকজনকে।