এই মুহূর্তে কলকাতা

এভাবে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে ভবিষ্যতে আরও কঠোর বিধি-নিষেধের বার্তা মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৬ জানুয়ারি:- রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে রাজ্য সরকার ভবিষ্যতে আরও কঠোর বিধি নিষেধ আরোপ করতে পারে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইঙ্গিত দিয়েছেন। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে রাজ্যে করোনা সংক্রমনের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গত ৭-৮ দিনে ৪৫ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ বহু শীর্ষ কর্তা করোনা আক্রান্ত। তাঁর নিজের দুই গাড়ি চালক করোনা আক্রান্ত হওয়ায় বেশ কিছুদিন নিভৃত বাসে থাকতে হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। এমত অবস্থায় রাজ্য সরকার সরকারি-বেসরকারি সমস্ত অফিসে বাড়ি থেকে কাজ করার উৎসাহ দিচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানান।তিনি বলেন তা সত্বেও কিছু মানুষ করোনা বিধি মানার বিষয়ে উদাসীন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রীর পুলিশকে আরো কড়া হওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে মানুষকে কঠোরভাবে করোনা বিধি মেনে চলতে তিনি আবেদন জানিয়েছেন।

একইসঙ্গে করোনা মোকাবিলায় রাজ্য সরকার সব রকম ভাবে প্রস্তুত বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি জানান রাজ্যের মোট ১৯৪ হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসাবে চিহ্নিত করা হয়েছে। এখনোও পর্যন্ত ২ হাজারের কিছু বেশি সংখ্যক মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।মুখ্যমন্ত্রী তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি জানান এখন প্রতিদিন ৬০ হাজার নমুনা পরীক্ষা করা হচ্ছে। ৪০৩ টি কন্টেনমেন্ট জোন তৈরি করা হয়েছে।সংক্রমন রুখতে আন্তর রাজ্য সীমানা গুলিতে rt-pcr পরীক্ষার নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে। প্রশাসনের তরফে রাস্তায় বাজারে কঠোর নজরদারি চালানো হচ্ছে। কিন্তু রাজ্যের ৪০ শতাংশ মানুষই এখনো করনার দ্বিতীয় ডোজ টিকা পাননি। এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন।