এই মুহূর্তে জেলা

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী হুগলিতে স্কুলপড়ুয়াদের ত্রিশটি কেন্দ্রে টিকাকরণের কর্মসূচি।

সুদীপ দাস, ৩ জানুয়ারি:- প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী সোমবার থেকে দেশজুড়ে শুরু হলো স্কুল পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার কাজ। ১ম দিন হুগলী জেলার ৩০টি কেন্দ্রে এই টিকাকরন কর্মসুচি অনুষ্ঠিত হয়। পড়ুয়াদের সুবিধার্থে বিদ্যালয়গুলিকেই টিকাকরন কেন্দ্র করা হয়। ১৫ বছর বয়স থেকে ১৮ বছরে পা দেওয়া সমস্ত পড়ুয়ারাই টিকা পাবে। ১ম ধাপে প্রতিদিন ১০০জন পড়ুয়াকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। হুগলী-চুঁচুড়া পুরসভা এলাকার মধ্যে চুঁচুড়া দেশবন্ধু গার্লস হাই স্কুলে এদিন টিকা দেওয়া হয়। এখানে উপস্থিত হয়েছিলেন সদর মহকুমা শাসক সৈকত গাঙ্গুলী, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পুর-প্রশাসক গৌরিকান্ত মুখার্জী সহ বিদ্যালয়ের শিক্ষিকারা। পড়ুয়াদের কোভ্যাক্সিন টিকাই দেওয়া হবে বলে কেন্দ্রীয় সরকার আগেই জানিয়ে দিয়েছে। সেইমত ২৮দিনের মাথায় সকলের ২য় ডোজ হবে। ১০০জনের লক্ষ্যমাত্রা থাকলেও এদিন এখানে মোট ১১১ জন ছাত্রীকে টিকা দেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে প্রথম দিকে দশম ও দ্বাদশ শ্রেনীর ছাত্রীদেরকেই টিকা প্রদানে প্রাধান্য দেওয়া হয় বলে জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্রাবনী মালিক।

বছর ১৫-র মাধ্যমিকের ছাত্রী স্নেহা সাহা টিকা পেয়ে খুশি প্রকাশ করে। খুশি উচ্চ-মাধ্যমিকের ছাত্রী নন্দীতা সরকারও। এদিন এই বিদ্যালয়ে প্রথম ভ্যাকসিন পাওয়া নন্দীতা বলেন টিকা নিয়ে করোনা আতঙ্ক কিছুটা দূর হলো। তবে আগামীদিনে আমাদের পরীক্ষা বাতিল না হলে আরও খুশি হবো। এদিকে উচ্চ-মাধ্যমিকের এক ছাত্রীর মা সোনালী পাল বলেন এতদিন আমাদের ভ্যাকসিন হয়ে গেলেও সন্তানের হয়নি। তাই একটা দুঃশ্চিন্তা তো ছিলোই। তবে এদিন মেয়ের টিকা হয়ে যাওয়ায় চিন্তা অনেকটাই কমলো। চুঁচুড়া পুরসভার স্যানিটাইজ অফিসার হিমাংশু চক্রবর্তী বলেন পুর-এলাকার স্কুলগুলিতে টিকার দ্বায়িত্ব আমাদেরকেই দেওয়া হয়েছে। আমরা সরকারী নিয়ম মেনে এই কাজ চালিয়ে যাবো। অম্যদিকে, চন্দননগরের কানাইলাল বিদ্যামন্দির স্কুলে শুরু হয় ভ্যাক্সিনেশন ক্যাম্প। চার দিনের এই ক্যাম্পে মোট ৬১৬ জন ছাত্রকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। সকালে কোভিড বিধি মেনে টিকা দেওয়ার কাজ শুরু হয়। অন্যদিকে শ্রীরামপুর মহকুমার চাঁপদানী আর্য্য বিদ্যাপীঠেও এদিন টিকাকরন কর্মসুচি অনুষ্ঠিত হয়। পড়ুয়ারা সকাল থেকেই টিকা নিতে আসেন এখানে। এদিকে মাহেশ পরমেশ্বরী বালিকা বিদ্যালয়েও এদিন ছাত্রীদের টিকা দেওয়া হয়। টিকা পেয়ে খুশি ছাত্রীরা। পাশাপাশি সন্তানসম ছাত্রীরা টিকা পাওয়ায় খুশি বিদ্যালয়ের শিক্ষিকারাও।