এই মুহূর্তে জেলা

মৌরিগ্রাম ইন্ডিয়ান অয়েল ডিপোতে ড্রাইভার খালাসিদের সংগঠনের সদস্যদের বিক্ষোভ।

হাওড়া, ৩১ ডিসেম্বর:- ফের বিক্ষোভে সামিল হলেন ইন্ডিয়ান অয়েলের ট্যাঙ্কার চালক ও খালাসিরা। মৌরিগ্রাম অয়েল ট্যাঙ্কার ওয়াকার্স অ্যাসোসিয়েশনের সভানেত্রীর বিরুদ্ধেই হিসেব গরমিলের অভিযোগ তুলেছেন তাঁরা। শুক্রবার মৌরিগ্রাম ইন্ডিয়ান অয়েল গেটের সামনে জনা পঞ্চাশেকের বেশি সদস্য আইএনটিটিইউসি’র দলীয় ঝান্ডা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের অভিযোগ চালক খালাসিদের জন্য যে তহবিল আছে সেই তহবিলের টাকা তছরুপ করা হচ্ছে। পাশাপাশি তাদের আরও অভিযোগ প্রতিবাদ করলে পুলিশি কেস দিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। শুক্রবার বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পরে সাঁকরাইল থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এই প্রসঙ্গে সংগঠনের কর্মীরা জানান, তাঁরা সংগঠনের উচ্চ নেতৃত্বকে সমস্ত বিষয় জানিয়েছেন। দলীয় নেতৃত্ব আশ্বাস দিয়েছে আগামী ২ তারিখের পরেই এখানে নতুন কমিটি তৈরি হবে। সংগঠনের আরেক সদস্যের অভিযোগ, এখানে চালক ও খালাসিরা ২০ টাকা করে জমিয়ে একটি তহবিল তৈরি করেছেন। এই তহবিলের টাকা সদস্যদের সমস্যা মেটানোর কাজেই লাগানো হয়।তহবিলের মোট আটাশ লক্ষ টাকার কোনো হিসেব নেই। টাকা কোথায় গেছে তারও কোনো সদুত্তর তারা পাচ্ছেন না। যদিও সংগঠনের সভানেত্রীর পাল্টা বক্তব্য অভিযোগ ভিত্তিহীন। তহবিলের টাকার হিসাব তিনি তাঁর ঊর্ধতন কর্তৃপক্ষকেই দেবেন।