কলকাতা, ৩০ ডিসেম্বর:- চলতি বছরে সাহিত্য অ্যাকাডেমি পুরষ্কার পাচ্ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা সাহিত্যিক-পরিচালক ব্রাত্য বসু। তাঁর লেখা ‘মীরজাফর ও অন্যান্য নাটক’ নাট্য সংকলনের জন্য এই পুরষ্কার দেওয়া হচ্ছে ব্রাত্য বসুকে। সাহিত্যের অন্যতম বড় সম্মান পাওয়ার পর ব্রাত্য বসু জানিয়েছেন, ‘আমি খুবই আপ্লুত। কিন্তু আমি কী সত্যি এই সম্মানের যোগ্য? সেটা নিয়ে মনে দ্বন্দ রয়েছে। যদিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য।’ উল্লেখ্য, মোট ২০টি ভারতীয় ভাষায় এই পুরস্কার দেওয়া হবে। যার মধ্যে বাংলা থেকে মনোনীত হয়েছেন ব্রাত্য বসু।
মিত্র ও ঘোষ পাবলিশার্স’ থেকে প্রকাশিত ব্রাত্য বসুর লেখা বইয়ে রয়েছে যথাক্রমে ‘একদিন আলাদিন’,‘আমি অনুকূলদা আর ওরা’ এবং ‘মীরজাফর’ নামের তিনটি নাটক। এবার সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারের জুরি বোর্ডে ছিলেন কবি রণজিৎ দাশ, প্রাবন্ধিক তপোধীর ভট্টাচার্য এবং কথা সাহিত্যিক ত্রিদিব চট্টোপাধ্যায়। তাঁরাই নির্বাচিত করেছেন ব্রাত্য বসুর নাম। মঞ্চ ও সেলুলয়েড জগতে দাপিয়ে বেড়িয়েছেন ব্রাত্য বসু। বর্তমানে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও দুটি সুন্দর ছবিও উপহার দিয়েছেন।‘ডিকশনারি’ও‘ঝড়া পালক’দুই বাংলা ছবির পরিচালনা করেছেন ব্রাত্য বসু। এর মাঝেই নতুন নাটকের সংকলন লেখার জন্য সাহিত্যের অন্যতম সেরা সম্মান পাচ্ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।