কলকাতা, ২৯ ডিসেম্বর:- ওমিক্রন আতঙ্কের প্রেক্ষিতে বিদেশ থেকে আসা বিমান যাত্রীদের জন্য আরও কঠোর বিধি নিষেধ চালু হল রাজ্যে। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলেও আন্তর্জাতিক বিমানের যাত্রীদের দু সপ্তাহের নিভৃতাবাস বাধ্যতামূলক করা হচ্ছে। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে প্রকাশিত নির্দেশিকায় এই একথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে বিমান বন্দরে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ না আসলেও ১৪ দিনের নিভৃতবাসে থাকতে হবে আন্তরজাতিক বিমানের যাত্রীদের। তারপর ফের ওই যাত্রীর নমুনা পরীক্ষা হবে। তবে, আট দিনের দিন দ্বিতীয়বার পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এলে সেই নমুনা জিনোম সিকোয়েন্সে পাঠাতে হবে।
কিংবা কোনও উপসর্গ দেখা দিলে তৎক্ষণাৎ নমুনা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীরা নির্দেশিকা মেনে চলছেন কি না তার উপরে নজরদারি থাকবে কলকাতা-সহ জেলা স্তরের কনট্যাক্ট ট্রেসিং সেলের।কোনও যাত্রীর নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এলে তিনি যে বিমানে ভ্রমণ করেছেন সেই বিমানের সহ-যাত্রীদেরও পরীক্ষা করা হবে। সমস্ত পরীক্ষার রিপোর্ট একটি নির্দিষ্ট সরকারি ইমেল আইডিতে জমা দেওয়া হবে। আগে লাল তালিকা ভুক্ত কিছু দেশ থেকে বাংলায় ঢুকলে কড়া নিয়ম লাগু ছিল। কিন্তু ওমিক্রন তার পরিসর ধীরে ধীরে বিশ্বের নানা প্রান্তেই ছড়াতে আর ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার। প্রত্যেক বিদেশ ফেরত যাত্রীদের ক্ষেত্রেই এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।