এই মুহূর্তে জেলা

আগামী ২২শে জানুয়ারী চন্দননগর পুরনিগমে নির্বাচন।

সুদীপ দাস , ২৭ ডিসেম্বর:- আগামী ২২শে জানুয়ারী চন্দননগর পুরনিগমে নির্বাচন। হুগলীর জেলার একটি মাত্র পুরনিগম হলো এই চন্দননগর। চন্দননগর পুরনিগমে মোট আসন সংখ্যা ৩৩টি। একদা বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই পুরনিগম ২০১০ সালে তৃণমূল দখল করে। ২০১৫ সালে ২য় বার দখল করার পর শুরু থেকেই গোষ্ঠী কোন্দল নিয়ে চাপানউতোর শুরু হয় পুরনিগমে। দুবছরের মধ্যেই পুরনিগমের বোর্ড ভেঙে দেয় রাজ্য সরকার। তারপর থেকে এবারই প্রথম নির্বাচন হবে এই পুরনিগমে। স্বাভাবিকভাবেই সকলের নজর রয়েছে চন্দননগর পুরনিগমের নির্বাচনে। প্রাক্তন মেয়র রাম চক্রবর্তী বলেন মানুষের রায় নেওয়ার জন্য তারা তৈরি,

পাশাপাশি মানুষও তাদের পক্ষেই রায় দেবেন বলে তিনি জানান। কারণ যেভাবে চন্দননগরের উন্নয়নমূলক কাজ হয়েছে তার নিরিখেই পুনরায় তৃণমূল আবারও ফিরবে। পৌরনিগমের বিরোধী দলনেতা রমেশ তেওয়ারি বলেন নির্বাচিত বোর্ড নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করে নিজেরাই বোর্ডকে ভেঙে দিল, পরে আবার তারাই আবার প্রশাসক মন্ডলীর সদস্য হয়ে বসলেন। এই অন্যায় কাজের বিরুদ্ধে মানুষ রায় দেবে। শাসক দলকে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি। জেলা যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ জানান বিধানসভার আগে পৌরসভার ভোট হওয়ার কথা ছিল হয়তো শাসকদল ভয় পেয়েছিল। যদি স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিতে পারে চন্দননগর কর্পোরেশন বিজেপি দখল করবে বলে তাদের দাবি।