হাওড়া, ২৫ ডিসেম্বর:- বড়দিনের সকাল থেকেই উৎসবমুখর বাঙালি। ভীড় হয়েছে বি.গার্ডেন, বেলুড় মঠেও। আজ ২৫শে ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন বড়দিন উপলক্ষে সকাল থেকেই ছুটির মেজাজে বাঙালি। হাওড়ায় শিবপুর বোটানিক্যাল গার্ডেন, বেলুড় মঠ থেকে শুরু করে বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলিতে মানুষের যথেষ্ট ভিড় চোখে পড়েছে। করোনা,
ওমিক্রণ ভীতি কাটিয়েই মানুষ আবার উৎসবমুখর হয়েছেন আজ। সাবধানতা অবলম্বন করেই এই সমস্ত জায়গায় ভিড় জমিয়েছেন মানুষ। বেলুড় মঠে যেমন সামাজিক দূরত্ব বিধি মেনে কোভিড বিধিনিষেধ মেনে মঠে প্রবেশ করতে হয়েছে, সেরকমই শিবপুর বোটানিক্যাল গার্ডেনেও প্রবেশের ক্ষেত্রে মানতে হয়েছে কোভিড বিধি। কলকাতার পাশাপাশি এদিন সকাল থেকেই হাওড়ার বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলিতে বহু দূর দুরান্ত থেকে ভ্রমণার্থীরা এসেছেন।