এই মুহূর্তে জেলা

আজ বিকেল থেকেই শুরু হয়ে গেল আরামবাগের এইচ,ডি,এ চার্চের সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরামবাগ , ২৪ ডিসেম্বর:- ২৪ শে ডিসেম্বর বিকাল থেকেই আরামবাগ এসডিএ চার্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেলো। সান্তাক্লজ সেজে শিশুদের সঙ্গে খেলা ও উপহার দেওয়া থেকে শুরু করে গান, নৃত্য ও প্রভু যিশুর বানী নিয়ে আলোচনা চলে। পাশাপাশি ইতিমধ্যেই পথে রাত কাটানো মানুষদের শীতবস্ত্র বিতরণ করেন তারা। দুঃস্থ ফুটপাতবাসীর হাতে শীতবস্ত্র তুলে দেন তারা। এই কর্মসুচী নাকি বেশ কয়েক দিন ধরেই করে আসছেন। আরামবাগ আজাদ পল্লীর এসডিএ চার্চের ফাদার মানস কুমার দাস জানান, ২৪ শে ডিসেম্বর বিকাল থেকেই প্রভু যিশুর উপাসনা শুরু হয়ে যায়। ধর্মীয় রীতি মেনে চলে সব আচার আচরণ। তবে চার্চের ছেলে মেয়েরা সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। পথচলতি মানুষের হাতে উপহার দেওয়া হয়। আমরা ডিসেম্বর মাসের প্রথম থেকেই শীতবস্ত্র প্রদান করছি। সবই প্রভু যিশুর আশীর্বাদে পৃথিবীবাসীর মঙ্গল কামনায় কাজ করছি।