এই মুহূর্তে জেলা

করোনার থাবা আরামবাগ গার্লস হাইস্কুলে , স্কুল বন্ধের সিদ্ধান্ত কর্তৃপক্ষের।

আরামবাগ, ২৪ ডিসেম্বর:- এবার করোনার থাবা পড়লো হুগলির আরামবাগ গার্লস হাই স্কুলে! কয়েকদিন আগেই শুরু হয়েছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। এই পরীক্ষা চলাকালীন হঠাৎই জানা যায় যে, স্কুলের এক প্যারাটিচার নাম রত্মা পালের করোনা পজেটিভ রিপোর্ট আসে। শোনা মাত্রই স্কুল কর্তৃপক্ষ স্কুল বন্ধের সিদ্ধান্ত নেয় এবং মাধ্যমিকের টেস্ট ও উচ্চমাধ্যমিকের টেস্ট স্থগিত রাখে। এর পাশাপাশি শুক্রবার সপ্তম ও অষ্টম শ্রেণীর রেজাল্ট আউটের কথা ছিল।

বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে রেজাল্ট আউটও বন্ধ করে দেয় স্কুল কর্তৃপক্ষ। সূত্রে জানা গেছে প্রধান-শিক্ষিকার স্বামীর করোনা পজিটিভ হওয়ার কারণে প্রধান শিক্ষিকাও স্কুলে আসেনি। এরপর প্যারা টিচার রত্মা পালের করোনা পজিটিভ হওয়ায় তিনিও আর স্কুলে আসেননি। গত বৃহস্পতিবার স্কুল কর্তৃপক্ষ জানতে পারেন শিক্ষিকা রত্মা পালের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এরপরই স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি স্কুল বন্ধের সিদ্ধান্ত নেয়। এই খবর শোনা মাত্রই ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা আতঙ্কিত হয়ে পড়েছে।