এই মুহূর্তে জেলা

বিচারে বিলম্ব , এজলাসের ভিতরেই হাতের শিরা কাটলো বিচারাধীন বন্দি।

সুদীপ দাস, ২৪ ডিসেম্বর:- বিচার ব্যবস্থায় বিলম্ব হওয়ায় চুঁচুড়া আদালতের এজলাসের ভেতরেই হাতের শিরা কাটলো এক বিচারাধীন বন্দি। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আদালত চত্বরে। পুলিশ সূত্রে জানা যায় চন্দননগর হলদেডাঙ্গার বাসিন্দা বিক্রম কুন্ডু কে ২০২০ সালে এনডিপিএসের ঘটনায় গ্রেফতার করে চন্দননগর থানা। প্রায় দেড় বছর হলেও অতিক্রান্ত হলেও সেভাবে বিচার পাচ্ছেনা আসামিরা। এনডিপিএসের কেসে দীর্ঘদিন আসামিরা আসছে, সেভাবে ডেট পাচ্ছে না। বিলম্ব হচ্ছে বিচার ব্যবস্থার।

মানসিক অবসাদেই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান। তবে কি করে ব্লেড নিয়ে এজলাসের ভিতরে ঢুকলো এই নিয়ে গাফিলতির প্রশ্ন তুলেছে স্থানীয় মানুষ। হুগলি ল-ক্লার্ক ওয়েলফেয়ার সমিতির সভাপতি পার্থ নিয়োগী বলেন এজলাসের ভিতরে কে বা কারা ওকে ব্লেড দিয়েছে জানি না, তবে কোর্ট লকাপের ভিতরে এইসব হবে না, রাস্তায় হয়তো বন্ধু বান্ধবরা দিতে পারে। যদিও গাফিলতির একটা বিষয় থেকেই যাচ্ছে। পুলিশি তদন্তের পর বোঝা যাবে। চুঁচুড়া ইমামবাড়া হসপিটাল এর প্রাথমিক চিকিৎসার পর হুগলি জেলা সংশোধনাগারে যুবককে নিয়ে যাওয়া হয়।